kalerkantho


যশোরে ইকবাল সোবহান চৌধুরী

সাংবাদিক হত্যার বিচার না হওয়ায় প্রশ্নবিদ্ধ হচ্ছে রাষ্ট্র

বিশেষ প্রতিনিধি, যশোর   

১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ‘সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার আমরা চেয়েই যাব। আমরা যেহেতু এসব হত্যার বিচার পাচ্ছি না, এ জন্য স্বাভাবিকভাবেই সাংবাদিকসমাজ ক্ষুব্ধ। এসব হত্যাকাণ্ডের বিচার দাবিতে আমরা সোচ্চার রয়েছি।  সাংবাদিক হত্যার বিচার হচ্ছে না, এটা রাষ্ট্রের একটা দুর্বলতা। এতে রাষ্ট্র প্রশ্নবিদ্ধ হয়।’

গতকাল শনিবার সন্ধ্যায় যশোর প্রেস ক্লাবে এক সাংবাদিক ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। যশোর সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এ সমাবেশে অন্যদের মধ্যে যশোর পৗরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মনোতোষ বসু, যশোর প্রেস ক্লাবের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বক্তব্য দেন।মন্তব্য