kalerkantho


লালবাগে ‘গাজী টাওয়ার’ ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক   

১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০রাজধানীর লালবাগে ‘গাজী টাওয়ার’ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল সোয়া ১১টার দিকে সাততলা ভবনের ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, ভবনের ষষ্ঠ তলায় হঠাৎ আগুন ধরে যায়। এতে ভবনের লোকজন নিচে নেমে আসে। সাততলার লোকজন আতঙ্কে প্রথমে ভবনের ওপরে উঠে চিত্কার করতে থাকে। পরে অবশ্য সবাই নেমে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে উল্লেখ করে তিনি জানান, ঘটনায় আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।মন্তব্য