kalerkantho


সাংস্কৃতিক জোটের বিক্ষোভ

একমুখী শিক্ষা ব্যবস্থা চালুর দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০একমুখী শিক্ষা ব্যবস্থা চালুর দাবি

পাঠ্য বইয়ে সাম্প্রতিক পরিবর্তন প্রত্যাহার করার দাবিতে গতকাল সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে। ছবি : কালের কণ্ঠ

পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক পরিবর্তন প্রত্যাহার করে মুক্তিযুদ্ধের চেতনায় একমুখী শিক্ষাব্যবস্থা চালু করার দাবি জানান।

সমাবেশ শেষে প্রতিবাদী মিছিল বের করা হয়। মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনসংলগ্ন গেটের কাছে গিয়ে পুনরায় শহীদ মিনারে ফিরে শেষ হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জোটের সাবেক সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ প্রমুখ।

পাঠ্যপুস্তকের পরিবর্তনকে ভয়াবহ আখ্যা দিয়ে রামেন্দু মজুমদার বলেন, মাদরাসার মতো একমুখী শিক্ষার দিকে এগোচ্ছে দেশ।মন্তব্য