kalerkantho


বিদ্যুৎ আমদানিতে এডিবিকে পাশে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক   

১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০সরকার নেপাল থেকে বিদ্যুৎ আনতে চায়। আর ভুটানের জলবিদ্যুৎ প্রকল্পে ১০০ কোটি টাকা বিনিয়োগ করতে চায়। বিদ্যুৎ আনতে চায় লাউস থেকেও। নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আনতে প্রয়োজন ভারতের ভূমি ব্যবহারের সহযোগিতা। আর লাউস থেকে বিদ্যুৎ আনতে দরকার মিয়ানমারের সহযোগিতা। তাই বিদ্যুৎ আমদানি করতে ভারত ও মিয়ানমারকে রাজি করাতে পরামর্শক হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংককে (এডিবি) পাশে চায় সরকার।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সম্মেলন কক্ষে এডিবির সঙ্গে এক বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা বলেন। এডিবির ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝাং এডিবির দেশীয় পরিচালক কাজুহিকু হিগোচিসহ এডিবির সাত কর্মকর্তা এ বৈঠকে উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী এডিবি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘হিমালয় অঞ্চলের নদীর ওপর বাঁধ দিয়ে যে জলবিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা চলছে তা আমরা বাংলাদেশে আনতে চাই। নেপাল থেকে বিদ্যুৎ আনতে চাই। ভুটানের জলবিদ্যুতে অর্থ বিনিয়োগ করতে চাই। আপনারা পরামর্শক হিসেবে কাজ করতে পারেন।’মন্তব্য