kalerkantho


পর্দা উঠছে দেশের সবচেয়ে বড় বিজ্ঞান উৎসবের

নিজস্ব প্রতিবেদক   

৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১০ বছর আগে শুরু হয় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ সায়েন্স ক্লাবের পথচলা। শিক্ষার্থীদের বিজ্ঞানভীতি দূর করা, বিজ্ঞানমূলক সৃজনশীলতা ও শিল্পকর্ম তৈরিতে উৎসাহ দেওয়া এবং বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণে সাহায্য করে যাচ্ছে ক্লাবটি।

বরাবরের মতো এবারও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ সায়েন্স ক্লাব আয়োজন করতে যাচ্ছে ‘ডিআরএমসি-স্যাভলন দশম জাতীয় বিজ্ঞান উৎসব-২০১৭’। এ আয়োজনের মিডিয়া পার্টনার কালের কণ্ঠ।

৯ থেকে ১১ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী এ উৎসব চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও এই কলেজের সাবেক ছাত্র নসরুল হামিদ বিপু। দেশের সবচেয়ে বড় বিজ্ঞান উৎসবের এবারের আয়োজনে ঢাকা ও ঢাকার বাইরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩৫০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে। এবারের উৎসবে থাকবে মোট ২৪টি ইভেন্ট।মন্তব্য