kalerkantho


রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

কালের কণ্ঠ ডেস্ক   

৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। গতকাল মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে এই সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎকালে সেনাপ্রধান রাষ্ট্রপতিকে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নসহ সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের বলেন, জেনারেল শফিউল হক বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। সেনাপ্রধান রাষ্ট্রপতিকে ১৬ ফেব্রুয়ারি রাজশাহী সেনানিবাসে অনুষ্ঠেয় ‘দ্বিতীয় কোর পুনর্মিলনী-বিআইআরসি’তে যোগদানের জন্য আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। সূত্র : বাসস।মন্তব্য