kalerkantho


টেকনোলজিস্টদেও বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএমটিএর

৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০মেডিক্যাল টেকনোলজিস্টদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) কেন্দ্রীয় সংসদের সভাপতি আলমাছ আলী খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব হাসান।

এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বিএমটিএর একটি নির্বাচিত সংসদ বিদ্যমান থাকা অবস্থায় দলছুট, বহিষ্কৃত ও সুবিধাভোগী চক্র নামসর্বস্ব একটি সংগঠনের নামে সম্প্রতি সভা করে জনৈক মোশারফ হোসেন খানকে আহ্বায়ক ও আশিকুর রহমানকে সদস্যসচিব মনোনীত করে বিএমটিএর স্বঘোষিত নেতা পরিচয় দিয়ে মেডিক্যাল টেকনোলজিস্টদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। তাঁদের এ কার্যকলাপের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, অসৎ উদ্দেশ্যে গঠিত কমিটির কোনো বৈধতা নেই এবং তাদের সম্পর্কে সাধারণ মেডিক্যাল টেকনোলজিস্টদের সতর্ক থাকার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি।মন্তব্য