kalerkantho


কচুরিপানার নিচ থেকে কিশোরের লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি   

৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০শেরপুরে আড়াই মাস আগে নিখোঁজ হওয়া এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামে একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। নিহত মোবারক মিয়া (১৯) একই ইউনিয়নের হাওড়া গ্রামের জিয়াউদ্দিনের ছেলে। আর সাপমারীতে তাঁর নানাবাড়ি।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, প্রায় আড়াই মাস আগে মোবারক সাপমারী গ্রামে নানাবাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি জিডি করে তাঁর পরিবার। এ অবস্থায় গতকাল সন্ধ্যায় স্থানীয় লোকজন দেখতে পায়, নানাবাড়ির পাশেই একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে কুকুর এক যুবকের মৃতদেহ টেনে তোলার চেষ্টা করছে। পরে লোকজন পুকুরে নেমে অর্ধগলিত লাশটি বের করে।

শেরপুর সদর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, সুরতহাল শেষে মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসির ধারণা, মোবারককে হত্যার পর লাশ গুম করতে কচুরিপানার নিচে চাপা দেওয়া হয়েছিল।মন্তব্য