kalerkantho


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বিনা মূল্যে খাবার না দেওয়ায় বাবুর্চিকে মারধর

রংপুর অফিস   

৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে ‘ফাও’ খেতে না দেওয়ায় ডাইনিংয়ের বাবুর্চি মারধরের শিকার হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার থেকে ডাইনিং বন্ধ রেখেছেন ক্ষুব্ধ কর্মীরা। পাশাপাশি ঘটনার বিচার দাবিতে হলের প্রাধ্যক্ষকে চিঠি দিয়েছেন তাঁরা।

হলের শিক্ষার্থী ও ডাইনিংয়ের কর্মচারীরা জানান, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বঙ্গবন্ধু হলের ডাইনিংয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী টাকা ছাড়াই খাবার খায়। রবিবার সকালেও ছাত্রলীগ পরিচয়ে কয়েকজন খাবার খেতে যায়। কিন্তু টাকা ছাড়া খাবার দিতে অস্বীকৃতি জানান বাবুর্চি শফিকুল ইসলাম। এতে ক্ষিপ্ত হয়ে তারা তাঁকে মারধর করাসহ গালাগাল করে।

এ ঘটনায় ওই দিন বিকেলে ডাইনিংয়ে সহিংসতা বন্ধে পদক্ষেপ নিতে হল প্রাধ্যক্ষকে চিঠি দেওয়া হয়। তাতে ডাইনিংয়ের ১১ কর্মচারী স্বাক্ষর করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘টাকা দিয়ে খাবার কিনলেও ডাইনিংয়ের খাবারের মান খারাপ। কিছু ছাত্র টাকা ছাড়া খাবার খাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। হল প্রশাসনও কোনো পদক্ষেপ নিচ্ছে না।’

প্রাধ্যক্ষ কমলেশ চন্দ্র রায় বলেন, ‘ডাইনিং কর্মচারীরা চিঠি দিয়েছে বলে শুনেছি। এখনো হাতে পাইনি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’মন্তব্য