kalerkantho


পাঠ্যপুস্তক নিয়ে উদ্বেগ খেলাঘর আসরের

নিজস্ব প্রতিবেদক   

৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০পাঠ্য বইয়ে সাম্প্রদায়িক ও বৈষম্যমূলক বিষয় অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কেন্দ্রীয় খেলাঘর আসর। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন,  ২০১৭ সালের ১ জানুয়ারি কোমলমতি শিশু-কিশোরদের হাতে তুলে

দেওয়া হয়েছে সাম্প্রদায়িকতাপুষ্ট পাঠ্য বই।

খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার গতকাল অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সাত দফা দাবি পেশ করেন। মুক্তিযুদ্ধের চেতনাপ্রসূত বাহাত্তরের সংবিধানের চার মূলনীতির আদর্শের ভিত্তিতে পাঠ্যপুস্তক প্রণয়নের দাবি জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ, সভাপতিমণ্ডলীর সদস্য নুরুর রহমান সেলিম, শফিকুর রহমান শহীদ, সহসাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবু, সম্পাদকমণ্ডলীর সদস্য নছরু কামাল খান, হাফিজুর রহমান মিন্টু, কেন্দ্রীয় কমিটির সদস্য পারুল বেগম, কোহিনুর বেগম শিল্পী, ফখরুল ইসলাম, আনিসুল ইসলাম অপু, সীমা রানী ঘোষ প্রমুখ।মন্তব্য