kalerkantho


ড. আনিসুজ্জামান চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন

৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ড. আনিসুজ্জামান

চিকিৎসার জন্য

ব্যাংকক গেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক, বিশিষ্ট লেখক, গবেষক, অগ্রণী বুদ্ধিজীবী, বেঙ্গল ফাউন্ডেশনের ট্রাস্টি এবং সাহিত্য পত্রিকা ‘কালি ও কলম’-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি ড. আনিসুজ্জামান উন্নত চিকিৎসার জন্য গতকাল বৃহস্পতিবার ব্যাংকক গেছেন। সেখানে ব্যাংকক হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তাঁর সঙ্গে ব্যাংকক গেছেন তাঁর স্ত্রী ও কন্যা এবং বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। 

শ্বাসকষ্টজনিত কারণে গত ১৭ ডিসেম্বর ড. আনিসুজ্জামানকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ২৬ ডিসেম্বর পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন। তাঁর শরীরে নানা জটিলতা ধরা পড়ায় এবং শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটলে চিকিৎসকরা তাঁকে বিদেশে নেওয়ার পরামর্শ দেন। সংবাদ বিজ্ঞপ্তি।

 

 মন্তব্য