kalerkantho


খুলনা চায় রেলের দক্ষিণাঞ্চল দপ্তর

প্রধানমন্ত্রীকে তিন সংগঠনের স্মারকলিপি

খুলনা অফিস   

৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০রেলওয়ের নতুন দক্ষিণাঞ্চল সদর দপ্তর খুলনায় স্থাপনের দাবিতে আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আলাদাভাবে স্মারকলিপি দিয়েছে তিনটি সংগঠন।

সংগঠন তিনটি হলো বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটি, মোংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটি ও বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলন।

এসব স্মারকলিপিতে বলা হয়, এশিয়ান হাইওয়ের প্রবেশপথসহ খুলনাকে কেন্দ্র করেই আবর্তিত হবে দক্ষিণাঞ্চল রেলওয়ের অবকাঠামো। তাই এখানে গড়ে উঠছে আধুনিক রেলস্টেশনসহ রেলপথ। রেলপথের পাশাপাশি খুলনা নদী ও সড়কপথে সারা দেশের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করেছে। বিভাগীয় শহর ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ অবস্থান বিবেচনা করে দক্ষিণাঞ্চল রেলওয়ের সদর দপ্তর খুলনায়ই হওয়া উচিত। এতে রেলওয়ের প্রশাসনিক কাজ সহজ হবে।

জেলা প্রশাসকের কাছে খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সদর থানা আওয়ামী লীগ সভাপতি

মো. সাইফুল ইসলাম, উন্নয়ন কমিটির সভাপতি শেখ মোশাররফ হোসেন, মহাসচিব শেখ আশরাফ উজ

 জামান, আয়কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এস এম দাউদ আলী প্রমুখ।

অন্যদিকে মোংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, খুলনা নৌপরিবহন মালিক গ্রুপের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান খান পল্টু, যুগ্ম মহাসচিব মো. আব্দুল গফফার, যুগ্ম মহাসচিব এম এম আসাদুজ্জামান, সাবেক যুগ্ম মহাসচিব খুরশিদ আলম কাগজি মিন্টু প্রমুখ।

একই দাবিতে স্মারকলিপি দিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান এজাজ মানসুর, মোল্লা সিরাজুল ইসলাম, এস এম আনিসুর রহমান, মহাসচিব মো. গোলাম মোস্তফা সজীব মোল্লা প্রমুখ।মন্তব্য