kalerkantho


জামায়াতের ২৮ নারী কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক   

৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০সন্দেহজনক বৈঠককালে রাজধানীর মোহাম্মদপুর থেকে পুলিশ ২৮ নারীকে আটক করেছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই জামায়াতের কর্মী। তাজমহল রোডের একটি বাড়িতে তারা বৈঠক করছিল। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানান, ২৮ নারীকে আটক করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে। তারা নাশকতার পরিকল্পনা করছিল বলে তথ্য রয়েছে। কী উদ্দেশ্যে তারা বৈঠক করছিল তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানায়, গতকাল দুপুর দেড়টার দিকে তাজমহল রোডের ১১৭ নম্বর ভবনে অভিযান চালানো হয়। এ সময় ভবনের দ্বিতীয় তলায় অবস্থান করছিল সন্দেহভাজন ২৮ নারী। তারা নিজেদের জামায়তকর্মী বলে দাবি করেছে। দুপুরে আকস্মিক এ অভিযানকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনটিতে জঙ্গিরা অবস্থান করছে মনে করে নানা আলোচনা শুরু হয়। পরে পুলিশের গাড়িতে ২৮ নারীকে তুলে নেওয়ার পর ঘটনা জানতে পারে এলাকাবাসী। আটককৃতদের মোহাম্মদপুর থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।মন্তব্য