kalerkantho


ফেনীতে ইউপি নির্বাচন

দুই প্রার্থীর কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

ফেনী প্রতিনিধি   

২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় আমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্যপ্রার্থী আবদুল আলিম সুমন, মটবাড়িয়ার মোস্তফা মিয়ার ছেলে শাহীন হোসেন (১৮), একই এলাকার মনির আহম্মেদের ছেলে রনি (১৮), আবদুর রহমানের ছেলে রাসেল (২৬) ও পদুয়ার আবুল কাশেমের ছেলে কামরুল হাসান (৩৮)। তাঁদের ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার সাহা জানান, সবার শরীরে ছররা গুলির জখম পাওয়া গেছে।

এলাকাবাসী জানায়, সন্ধ্যা ৬টার দিকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী এম আজহারুল হক আরজু ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন শাকার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের সময় গুলিবর্ষণ ও বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।মন্তব্য