kalerkantho


উদীচীর মহানগর সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক   

২২ অক্টোবর, ২০১৬ ০০:০০উদীচীর মহানগর সম্মেলন শুরু

একাদশ ঢাকা মহানগর সম্মেলন উপলক্ষে শোভাযাত্রা বের করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী । ছবি : কালের কণ্ঠ

প্রাণ-প্রকৃতি রক্ষার শপথ নিয়ে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের একাদশ সম্মেলন। ‘আঘাত হয়ে দেখা দিলে আগুন হয়ে জ্বলবে, প্রাণ-প্রকৃতি রক্ষায় বিশ্বমানব লড়বে’—এই স্লোগান নিয়ে গতকাল সকাল ১০টায় শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ কাজী মদিনা, উদীচীর উপদেষ্টা আকতার হুসেন, বরেণ্য লোকশিল্পী সাইদুর রহমান বয়াতী প্রমুখ।


মন্তব্য