kalerkantho


সরকারি বিজ্ঞান কলেজ অধ্যক্ষের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক   

২১ অক্টোবর, ২০১৬ ০০:০০রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ অধ্যাপক উম্মে হাবিবা গতকাল বৃহস্পতিবার সকালে স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্বামী শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

অধ্যাপক উম্মে হাবিবার মৃত্যুর সংবাদ পেয়ে শিক্ষামন্ত্রী গতকাল সকালে মিরপুরে মরহুমার বাসায় যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

অধ্যাপক উম্মে হাবিবার প্রথম জানাজা গতকাল বাদ জোহর সরকারি বিজ্ঞান কলেজ প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা বাদ আসর মিরপুর-২-এর অফিসার্স অ্যাপার্টমেন্ট জামে মসজিদে অনুষ্ঠিত হয়।


মন্তব্য