kalerkantho

ডুবে মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

২০ অক্টোবর, ২০১৬ ০০:০০নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন ফাতেমা আক্তার নামে এক নারী। গতকাল বুধবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় নদীতে এ ঘটনা ঘটে। ফাতেমা ওই এলাকার রকমত আলীর (মৃত) মেয়ে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ জানান, গতকাল সকাল ১০টার দিকে ফাতেমা আক্তার ওই এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে ডুবে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। প্রায় এক ঘণ্টা পর নদীতে তাঁর লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকেখবর দেয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

 


মন্তব্য