kalerkantho


বিবিসি বাংলার ৭৫ বছর

‘খবরে সত্য তথ্য ও বস্তুনিষ্ঠতার ধারা অব্যাহত রয়েছে’

নিজস্ব প্রতিবেদক   

২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, মুক্তিযুদ্ধের সময় বিবিসি বাংলা ঝুঁকি নিয়ে মানুষের কাছে মুক্তিযুদ্ধের খবর পৌঁছে দিয়েছিল। খবরে বস্তুনিষ্ঠতা ও সত্য তথ্য উপস্থাপনের সেই ধারা এখনো অব্যাহত রয়েছে। এ জন্যই মানুষ এখনো বিবিসি বাংলার শোনে।

গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বিবিসি ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় উপাচার্য এ সব কথা বলেন। বিবিসি বাংলার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিবিসি বাংলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভার পরে বিবিসি বাংলার সংবাদ, অনুষ্ঠান ও অবদান নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মফিজুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিবিসি বাংলার সম্পাদক সাবির মুস্তাফা, গণমাধ্যম গবেষক ও বিশ্লেষক মুহাম্মদ জাহাঙ্গীর, গবেষক ও সাংবাদিক আফসান চৌধুরী, নারীনেত্রী ও নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী প্রমুখ।


মন্তব্য