kalerkantho


খুলনা বিশ্ববিদ্যালয়

ভর্তি পরীক্ষার সুযোগ না পাওয়া শিক্ষার্থীরা টাকা ফেরত পাবে

নিজস্ব প্রতিবেদক, খুলনা   

২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ফরম পূরণ করার পরও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জমা দেওয়া টাকা থেকে সংশ্লিষ্ট খরচ কেটে রাখা হবে।

খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, এবার বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্কুলে (অনুষদে) সর্বোচ্চ সাত হাজার পর্যন্ত আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। কিন্তু আবেদন পড়েছে অনেক বেশি। এর মধ্যে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলে ১৩ হাজার ৩৬৫টি এবং জীববিজ্ঞান স্কুলে ১২ হাজার ৬৪০টি আবেদনপত্র জমা পড়েছে। তাই যারা ভর্তি পরীক্ষার সুযোগ পাচ্ছে না, তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। আগামী ৩, ৪ ও ৫ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


মন্তব্য