kalerkantho


১০ সিএনজি স্টেশনে অবৈধ সংযোগ

প্রতি মাসে তিন কোটি টাকার গ্যাস লুট

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

২০ অক্টোবর, ২০১৬ ০০:০০কুমিল্লার ১০টি সিএনজি ফিলিং স্টেশন অবৈধ সংযোগের মাধ্যমে প্রতি মাসে অন্তত তিন কোটি টাকার গ্যাস লুট করেছে। এসব ফিলিং স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সঙ্গে জড়িত থাকায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে কম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রেজাউল ইসলাম খান সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন।

কম্পানির কার্যালয়ে হওয়া এই সংবাদ সম্মেলনে জানানো হয়, বাখরাবাদ অঞ্চলের ৪৭টি সিএনজি স্টেশনের মধ্যে ১৬টি স্টেশনে অভিযান পরিচালিত হয়েছে। গত দুই সপ্তাহ ধরে চালানো অভিযানে ১০টি সিএনজি স্টেশনে অবৈধ সংযোগ ও টেম্পারিংয়ের প্রমাণ পাওয়া যায়। এগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে সোমবার দিবাগত রাতে বিচ্ছিন্ন করা হয়েছে পদুয়ার বাজারের রিভার ভিউ সিএনজি ফিলিং স্টেশনের। অন্য সিএনজি স্টেশনগুলোতেও এ অভিযান চলবে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, কম্পানির প্রকৌশলী আবুল বাসার ইচ্ছাকৃতভাবে সিএনজি স্টেশন মালিকদের নিয়ে আর্থিক সুবিধা গ্রহণের মাধ্যমে প্রায় ১৭ কোটি টাকা বকেয়া আদায়ে কোনো পদক্ষেপ নেননি।


মন্তব্য