kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০১৬। ২৫ অগ্রহায়ণ ১৪২৩। ৮ রবিউল আউয়াল ১৪৩৮।


খাদিজার ওপর হামলা

বদরুলের বিচার চেয়ে মানববন্ধন র‍্যালি

সিলেট অফিস   

১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০সিলেটে কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুলের শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার নগরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ‘নারীর জন্য নিরপাদ ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই’ স্লোগানে সকালে মানববন্ধন ও র‍্যালি বের করে সিলেটের সেন্ট্রাল উইমেন্স কলেজের শিক্ষার্থীরা।

কলেজের ছাত্রী ও শিক্ষকরা এতে অংশ নেন।

কলেজের অধ্যক্ষ আবুল কালাম খানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এ কে এম ফজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক আহমদ জিয়া শামস, মো. হাবিবুর রহমান, হোসাইন আহমদ, প্রভাষ পাল, নুরুন্নাহার, উম্মে শান শান্তা প্রমুখ।

সমাবেশে বক্তারা হামলাকারী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কর্মকাণ্ড ও হামলা কোনো মতে মেনে নেওয়ার নয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, বদরুলের মতো সন্ত্রাসীদের রুখতে না পারলে তারা শিক্ষাঙ্গনগুলোকে নিজেদের অভয় আশ্রম হিসেবে গড়ে তুলবে।


মন্তব্য