kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০১৬। ১৯ অগ্রহায়ণ ১৪২৩। ২ রবিউল আউয়াল ১৪৩৮।


শাবিপ্রবিতে ভর্তি ফরমের বর্ধিত দাম

একাডেমিক কাউন্সিলের সভা আজ

শাবিপ্রবি প্রতিনিধি   

১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি ফরমের বর্ধিত দাম কমানোর দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে সিদ্ধান্ত নিতে আজ বুধবার সকাল সাড়ে ৯টায় জরুরি একাডেমিক কাউন্সিল ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. রাশেদ তালুকদার এ তথ্য জানান। শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনা করতে একাডেমিক কাউন্সিলে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. এ এইচ এম বেলায়েত হোসেন। তিনি জানান, একাডেমিক কাউন্সিলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এদিকে ভর্তি ফরমের বর্ধিত দাম কমানোর সুস্পষ্ট কোনো ঘোষণা না আসায় আজ একাডেমিক কাউন্সিল চলাকালীন উপাচার্য ভবনের সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে ‘ভর্তি ফরমের মূল্যবৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চ’। মঞ্চের মুখপাত্র সারোয়ার তুষার বলেন, ‘ফরমের বর্ধিত দাম না কমায় তাহলে আমরা ক্লাস বর্জনসহ কঠোর কর্মসূচি ঘোষণা দেব। ’


মন্তব্য