kalerkantho


বিটিআরসির পরামর্শ

প্রতারকচক্রের ফোন কলে ব্যক্তিগত তথ্য দেবেন না

নিজস্ব প্রতিবেদক   

১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০মোবাইল গ্রাহকদের সিম নিবন্ধনের কথা বলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির নামে প্রতারকচক্র গ্রাহকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য জানার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক হতে বলা হয়েছে।

এই চক্র বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিটিআরসির ল্যান্ডফোন ও মোবাইল ফোন নম্বর অবৈধভাবে ব্যবহার করে কল কিংবা এসএমএস পাঠিয়ে মোবাইল গ্রাহকদের কাছে তথ্য চাইছে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিটিআরসি থেকে কল বা এসএমএসের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জটিলতা দূর করার নামে গ্রাহকের ব্যক্তিগত তথ্য বা গোপন পিন বা পাসওয়ার্ড চাওয়া হয় না।

ব্যক্তিগত তথ্য, গোপন পিন বা পাসওয়ার্ড, অর্থ বা পুরস্কার প্রাপ্তি-সংক্রান্ত প্রতারক বা অপরাধীচক্রের কল বা এসএমএসের উত্তরে তথ্য বা অর্থ না দিতে বলেছে বিটিআরসি।

এ ধরনের কোনো ঘটনার সম্মুখীন হলে বিটিআরসির গ্রাহক অভিযোগ-সংক্রান্ত কল সেন্টার ২৮৭২ নম্বরে কল করে অভিযোগ জানাতে বলা হয়েছে।

বিটিআরসির বক্তব্য, প্রতারকচক্র বিভিন্ন মোবাইল অপারেটরের নম্বর এবং অবৈধ প্রযুক্তি ব্যবহার করে বিটিআরসির ল্যান্ড লাইন (+৮৮০২৯৬১১১১১)/মোবাইল নম্বর (+৮৮০১৫৫৫১২১১২১) কপি করে ব্যবহার করছে। এমনকি বিটিআরসির নামেও কল করতে দেখা যাচ্ছে। এ ছাড়া বিডি ইনফো, বাংলাদেশ ইনফো, বিটিআরসি ইনফো নামে বিভিন্ন এসএমএস পাঠিয়ে পিন নম্বর বা অর্থ চাওয়া হচ্ছে।

এ ধরনের অপরাধীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে বিটিআরসি।


মন্তব্য