kalerkantho


ধানমণ্ডি ৩২ নম্বর

বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা কিমের

কালের কণ্ঠ ডেস্ক   

১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। গতকাল রবিবার সকালে তিনি রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে এ শ্রদ্ধা জানান।

জাদুঘরের কর্মকর্তারা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক সেখানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে স্বাগত জানান এবং জাদুঘরটি সম্পর্কে তাঁকে অবহিত করেন। কিম প্রায় ৫০ মিনিট ধরে সেখানে অবস্থান করে জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। জাদুঘর পরিদর্শন শেষে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসা কিম।

এ সময় সাবেক শিক্ষাসচিব ও জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস।


মন্তব্য