kalerkantho


মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার মাহবুবুর রব সাদীর ইন্তেকাল

হবিগঞ্জ প্রতিনিধি   

১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার মাহবুবুর রব সাদীর ইন্তেকাল

মুক্তিযুদ্ধের সাবসেক্টর কমান্ডার ও সাবেক সংসদ সদস্য মাহবুবুর রব সাদী বীরপ্রতীক (৭৫) ইন্তেকাল করেছেন। গত রবিবার হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। এরপর রাত আড়াইটার দিকে আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। মাহবুবুর রব সাদী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর এলাকার কৃতী সন্তান। তাঁর মৃত্যুর খবরে নবীগঞ্জ-বাহুবলে শোকের ছায়া নেমে আসে।

গতকাল সোমবার তাঁর মরদেহ নবীগঞ্জে আনা হয়। সেখানে দুপুর আড়াইটায় জে কে স্কুল মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজায় স্থানীয় এমপি মুনিম বাবু, জেলা পরিষদের প্রশাসক ডা. মুশফিক হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এরপর বিকেল পৌনে ৫টায় দিনারপুর সাতাইহাল ফুটবল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ আবার ঢাকায় নিয়ে যাওয়া হয়। আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা হওয়ার কথা রয়েছে।


মন্তব্য