kalerkantho


বরিশালে ম্যাজিস্ট্রেটকে হত্যার হুমকি

বরিশাল অফিস   

১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েলকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ব্যক্তিগত মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে এবিটি-১৪ নামে এ হুমকি দেওয়া হয়েছে বৃহস্পতিবার দুপুরে। এ ব্যাপারে গতকাল রবিবার দুপুরে তিনি বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেন, আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) নামে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তা গুরুত্ব সহকারে যাচাই করা হচ্ছে।


মন্তব্য