kalerkantho


ড. জাফর ইকবাল ও ইয়াসমিন হককে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক ও শাবিপ্রবি প্রতিনিধি   

১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০জনপ্রিয় লেখক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং তাঁর স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আনসারুল্লাহ বাংলা টিমের নামে গত বৃহস্পতিবার ভোরে তাঁদের এ হুমকি দেওয়া হয়।

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন বলেন, বুধবার মধ্যরাতে মোবাইল ফোনে তাঁদের হত্যার হুমকি দেওয়ার পর শুক্রবার অধ্যাপক জাফর ইকবাল ও ইয়াসমিন হক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি জানান, জাফর দম্পতি ঢাকায় অবস্থানকালে তাঁদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে হুমকি দেওয়া হয়। জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পরিচয়ে এ হুমকি দেওয়া হয়। তিনি আরো বলেন, তাঁদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সাবেরকে হত্যার হুমকির ঘটনায় জিডি : বিশিষ্ট কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবেরকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় গতকাল রাতে রাজধানীর বনানী থানায় জিডি করা হয়েছে। তাঁকে আইএস জঙ্গিদের নামে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।


মন্তব্য