kalerkantho


১২৬তম তিরোধান দিবস

ছেঁউড়িয়ায় আজ থেকে ৩ দিনের লালন উৎসব

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া   

১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ছেঁউড়িয়ায় আজ থেকে ৩ দিনের লালন উৎসব

মরমি বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক, দার্শনিক ফকির লালন শাহর ১২৬তম তিরোধান দিবস আজ ১৬ অক্টোবর। এ উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তাঁর সমাধি ঘিরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন উৎসব। লালন একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করেছে। সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর আজ সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করবেন। লালন একাডেমির সভাপতি কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান জানান, উৎসবকে কেন্দ্র করে প্রতিবারের মতো এবারও দেশ-বিদেশের লালন ভক্ত ও অনুসারীরা ছেঁউড়িয়ায় আসতে শুরু করেছে। উৎসব ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

১৮৯০ সালের ১৬ অক্টোবর কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়ায় মৃত্যুবরণ করেন মরমি এই সাধক।

 


মন্তব্য