kalerkantho


নরসিংদীতে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   

১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে নরসিংদীতে নিয়ে এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে। তবে অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, দক্ষিণখানের একটি মাদ্রাসায় লেখাপড়া করে ওই কিশোরী। গত সোমবার বাসার কাছে দোকানে গেলে পাশের ওয়ার্কশপের কর্মচারী জহুরুল হক তাকে ফুসলিয়ে নরসিংদী নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে নির্যাতন করে। তারা থানায় অভিযোগ করলে পুলিশ গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে ওই কিশোরীকে নরসিংদী থেকে উদ্ধার করে। এ ঘটনায় দক্ষিণখান থানায় একটি মামলা করেছেন বলে জানান মেয়েটির বাবা।

দক্ষিণখান থানার ওসি সৈয়দ লুৎফুর রহমান বলেন, ‘ধর্ষককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ধর্ষকের পক্ষ থেকে প্রস্তাব আসায় ভিকটিমের মা-বাবা বিষয়টি মীমাংসা করতে চাইছেন। আবার থানায়ও আসছেন। এ বিষয়ে তদন্ত চলছে।’


মন্তব্য