kalerkantho


রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

কালের কণ্ঠ ডেস্ক   

১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার বিকেলে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। বৈঠকে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন কর্মকাণ্ডসহ যাবতীয় কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বৈঠকের পর রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।

জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক কিশোরগঞ্জের মিঠামইনে প্রস্তাবিত সেনানিবাসসহ বিভিন্ন পরিকল্পনা সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানান। সেনাপ্রধান বলেন, সেনানিবাস স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

আবদুল হামিদ বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি যথাসময়ে উন্নয়ন কার্যক্রমগুলো শেষ করতে সেনাপ্রধানকে নির্দেশ দেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন। সূত্র : বাসস।


মন্তব্য