kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।


তিস্তায় নৌকাডুবি নিখোঁজ ১

নীলফামারী প্রতিনিধি   

১২ অক্টোবর, ২০১৬ ০০:০০নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নৌকায় থাকা অন্য ৩৯ যাত্রী সাঁতরে তীরে উঠে আসতে সক্ষম হয়।

নিখোঁজ মকবুল হোসেন (২৮) ডিমলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের আজাহার আলীর ছেলে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তাঁকে উদ্ধার করা যায়নি।

পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, সকালে কালীগঞ্জ গ্রামের ৪০ ব্যক্তি ইঞ্জিনচালিত নৌকায় করে বাড়িতে পালিত গরুর জন্য তিস্তার ওপারে ঘাস কাটতে যায়। তারা বিকেল সাড়ে ৩টার দিকে ঘাস নিয়ে ফিরে আসছিল। ঝাড়সিংহেশ্বর গ্রামে আসার পর তিস্তা নদীর ঘূর্ণাবর্তে পড়ে তাদের নৌকাটি নদীতে ডুবে যায়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ঘটনাস্থলে অবস্থান করছেন। নিখোঁজ মকবুলকে উদ্ধারে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছে। কিন্তু স্রোতের কারণে অন্ধকারে নদীতে তল্লাশি চালাতে পারছেন না ডুবুরিরা।


মন্তব্য