kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।


উত্তরখানে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক   

১১ অক্টোবর, ২০১৬ ০০:০০রাজধানীর উত্তরখান থানা এলাকায় ছয় বছর বয়সী একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মোহাম্মদ আপেল নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে মিয়ারটেক এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি।

উত্তরখান থানার ওসি শেখ সিরাজুল হক বলেন, শিশুটি মিয়ারটেক এলাকার বোনের বাসায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ পাওয়া গেছে।


মন্তব্য