kalerkantho


ঢাকা-সিলেট মহাসড়ক

চার লেন করতে চুক্তি সই চীনা প্রতিষ্ঠানের সঙ্গে

নিজস্ব প্রতিবেদক   

১০ অক্টোবর, ২০১৬ ০০:০০ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনের হবে। আলাদা সার্ভিস লেনও হবে। এ-সংক্রান্ত প্রকল্পে ব্যয় হবে প্রায় ১৭ হাজার কোটি টাকা। এর বেশির ভাগ জোগাবে চীন সরকার।

গতকাল রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেলের মিলনায়তনে এ বিষয়ে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কম্পানি লিমিটেড এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের মধ্যে ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট সই হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান ও চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট তাং শিয়াওলিয়াং চুক্তিতে সই করেন।

সড়কমন্ত্রী বলেন, আগামী দিনে যেসব মহাসড়ক চার লেনে উন্নীত হবে সেগুলোর দুই পাশে ধীরগতির যানের জন্য আলাদা সার্ভিস লেন থাকবে।

মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত ২২৬ কিলোমিটার দীর্ঘ মহাসড়ককে চার লেনে উন্নীত করা হবে। প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার কোটি টাকা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এম এ মোমেন।


মন্তব্য