kalerkantho


রাষ্ট্রপতির সঙ্গে বৃহত্তর ময়মনসিংহ সমিতির নেতাদের সাক্ষাৎ

কালের কণ্ঠ ডেস্ক   

১০ অক্টোবর, ২০১৬ ০০:০০প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদের নেতৃত্বে বৃহত্তর ময়মনসিংহ সমিতির ১০ সদস্য গতকাল রবিবার রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে দেখা করেন। সাক্ষাত্কালে নেতারা রাষ্ট্রপতিকে বৃহত্তর ময়মনসিংহ সমিতির ভবন নির্মাণের সিদ্ধান্তের কথা জানান।

রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নুল আবেদীন সাংবাদিকদের এ কথা জানান। রাষ্ট্রপতি সমিতির নেতাদের বৃহত্তর ময়মনসিংহের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা দেশ-বিদেশে তুলে ধরতে আহ্বান জানান। সূত্র : বাসস।


মন্তব্য