kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০১৬। ২৬ অগ্রহায়ণ ১৪২৩। ৯ রবিউল আউয়াল ১৪৩৮।


মাদারীপুরের সেই পুকুর রক্ষায় হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক   

১০ অক্টোবর, ২০১৬ ০০:০০মাদারীপুরে পুলিশ ফাঁড়িসংলগ্ন প্রায় ২০০ বছরের পুরনো পুকুর ভরাট বন্ধ করে পুকুরটি রক্ষার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ গতকাল রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।

রিট আবেদনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ভূমিসচিব, বন ও পরিবেশ সচিব, মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি), মাদারীপুর পৌর মেয়র এবং মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিবাদী করা হয়েছে। ওই পুকুর ভরাট বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত একাধিক প্রতিবেদন যুক্ত করে এ রিট আবেদন করা হয়। ‘শতবর্ষী পুকুর ভরাট বন্ধের দাবি, মাদারীপুরে মানববন্ধন, শিরোনাম’-এ গত ৫ অক্টোবর কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন এবং গত ৪ অক্টোবর জেলা প্রশাসককে দেওয়া পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদের দেওয়া আবেদনপত্র যুক্ত করা হয়। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে সরকারদলীয় নেতাদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ পুকুর ভরাটের অভিযোগ আনা হয়েছে।

 


মন্তব্য