kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০১৬। ২৫ অগ্রহায়ণ ১৪২৩। ৮ রবিউল আউয়াল ১৪৩৮।


জাতীয় বিশ্ববিদ্যালয়

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   

১০ অক্টোবর, ২০১৬ ০০:০০জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল গতকাল রবিবার প্রকাশিত হয়েছে। পাসের হার ৯৩.৪৪ শতাংশ।

সন্ধ্যা ৬টার পর থেকে শিক্ষার্থীরা এই ফল জানতে পারছে। যেকোনো মোবাইল ফোন থেকে এসএমএস করে nu স্পেস mf স্পেস Roll লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার ৩০টি বিষয়ে সারা দেশে ১৩১টি কলেজের এক লাখ ৯৬ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করে এক লাখ ৬৩ হাজার ৬৮০ জন। প্রথম শ্রেণি পেয়েছে ৩৭ হাজার ৭৫০ জন, দ্বিতীয় শ্রেণি এক লাখ ৪২ হাজার ৬৭৮ এবং তৃতীয় শ্রেণি তিন হাজার ২৫২ জন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকেও ফল জানা যাচ্ছে।


মন্তব্য