kalerkantho


সারা দেশে পূজামণ্ডপ পরিদর্শন করবেন বিএনপি নেতারা

হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক   

৯ অক্টোবর, ২০১৬ ০০:০০রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ রবিবার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন বিএনপি নেতারা। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান কালের কণ্ঠকে জানান, সন্ধ্যা ৭টায় ঢাকেশ্বরী মন্দির এবং রাত ৯টায় বনানী পূজামণ্ডপ পরিদর্শন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দুপুরে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কেরানীগঞ্জের নিজ বাড়ির পূজামণ্ডপ দেখতে যাবেন ফখরুল। মহাসচিবের সঙ্গে দলের নেতা গৌতম চক্রবর্তী, জয়ন্ত কুন্ডুসহ অন্য নেতারা উপস্থিত থাকবেন।

এ ছাড়া টাঙ্গাইলের কুমুদিনী পূজামণ্ডপ পরিদর্শন করবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তাঁর সঙ্গে দলের নেতা আহমেদ আজম, শামসুল আলম তোফা, আবুল কালাম আজাদ প্রমুখ থাকবেন। অন্যদিকে সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ ছাড়া দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে অন্য নেতারা তাঁদের নির্বাচনী এলাকার পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন।

জানা গেছে, প্রতিবছরের মতো খালেদা জিয়ার সঙ্গে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের যে মতবিনিময় হয়ে থাকে, তা এবার হচ্ছে না। এ বিষয়ে শায়রুল কবির খান জানান, এখনো এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি।


মন্তব্য