kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০১৬। ২৫ অগ্রহায়ণ ১৪২৩। ৮ রবিউল আউয়াল ১৪৩৮।


শাবি ছাত্রীকে মারধর ও অপহরণচেষ্টায় ভাইবোন কারাগারে

সিলেট অফিস   

৯ অক্টোবর, ২০১৬ ০০:০০সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগে আটক কথিত প্রেমিক কাওছার আহমদ ও তার বোন ফাহমিদা আক্তারকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার মহানগর হাকিম প্রথম আদালতে হাজির করা হলে বিচারক মামুনুর রহমান সিদ্দিকী তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন।

গত শুক্রবার দুপুরে কাওছার ও তার বোন শাবির এক ছাত্রীকে জোরপূর্বক রিকশায় তুলে তাঁকে মারধর ও অপহরণের চেষ্টা চালায়। আক্রান্ত ছাত্রীর চিত্কারে শিক্ষকরা এগিয়ে গেলে ওই যুবক পালানোর চেষ্টা করে। পরে তাকে ও তার বোনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেন শিক্ষার্থীরা। ওই দিন রাতেই নির্যাতিত ছাত্রী বাদী হয়ে জালালাবাদ থানায় একটি মামলা করেন। মামলায় কাওছার ছাড়াও সহযোগী হিসেবে তার বোন ফাহমিদাকেও গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃত কাওছার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী এবং তার বোন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্রী। তাদের বাড়ি হবিগঞ্জ শহরের গ্যাস অফিস এলাকায়।


মন্তব্য