kalerkantho


নজরুলের অভিযোগ

জঙ্গিদের খুঁজে পেলেই মেরে ফেলা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক   

৯ অক্টোবর, ২০১৬ ০০:০০বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জঙ্গিদের খুঁজে পেলেই মেরে ফেলা হচ্ছে। এভাবে মেরে ফেলা হলে তাদের সূত্রগুলো পাব কোথায়? এনকাউন্টারে দুই-একজন মরে যেতেই পারে, কিন্তু সবাই মরে যায়, এটা কী রকম কথা। বর্তমানে কত রকম টেকনিক আছে, না মেরেও তো গ্রেপ্তার করা যায়। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গতকাল জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। ‘জননেত্রী ফোরাম’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংগঠনের সভাপতি এ কে এম বশির উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, এ বি এম মোশাররফ হোসেন, আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, মিয়া মো. আনোয়ার, এম জাহাঙ্গীর আলম প্রমুখ।


মন্তব্য