kalerkantho

সোমবার । ২০ ফেব্রুয়ারি ২০১৭ । ৮ ফাল্গুন ১৪২৩। ২২ জমাদিউল আউয়াল ১৪৩৮।


মেহেরপুর পৌর নির্বাচন স্থগিত

মেহেরপুর প্রতিনিধি   

৭ অক্টোবর, ২০১৬ ০০:০০উচ্চ আদালতের আদেশে মেহেরপুর পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সহকারী সচিব মো. রাজীব আহসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এ আদেশের পরিপ্রেক্ষিতে পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন স্থগিত করেছেন। তিনি জানান, নির্বাচন কমিশন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মেহেরপুর পৌরসভা নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, ২৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন থেকে মেহেরপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১ অক্টোবর নির্বাচন হওয়ার কথা ছিল। তফসিলে গতকাল মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল।


মন্তব্য