kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।


চট্টগ্রামে স্কুলের প্রাচীরধসে ছেলেসহ ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৬ অক্টোবর, ২০১৬ ০০:০০কিশোর ছেলেকে নিয়ে এক ব্যবসায়ী হেঁটে যাচ্ছিলেন সেন্ট প্লাসিডস স্কুলের সীমানাপ্রাচীরের পাশ দিয়ে। হঠাৎ প্রাচীরটি ধসে পড়ে তাদের ওপর।

মৃত্যু হয় দুজনের। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের বলুয়াদীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাসুদুল হক (৪০) ও তাঁর ছেলে তৌসিফ মাহিদ (১৪)।

প্রতিবেশী স্কুল শিক্ষক মুহাম্মদ ওবাইদুল্লাহ স্থানীয় লোকজনের উদ্ধৃতি দিয়ে কালের কণ্ঠকে জানান, মাসুদুল হক ছিলেন আবাসন ব্যবসায়ী। ছেলে তৌসিফ মাহিদ ছিল ওই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার সপরিবারে ভারত ভ্রমণে যাওয়ার কথা ছিল তাদের। বিমান টিকিট সংগ্রহ করতেই বাবা-ছেলে বাসা থেকে বের হয়েছিল। রাস্তায় অটোরিকশায় ওঠার আগেই স্কুলটির পুরনো সীমানাপ্রাচীর ধসে পড়ে তাদের ওপর।

আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক পঙ্কজ বড়ুয়া।


মন্তব্য