kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালের লঞ্চ মালিক গ্রেপ্তার

বরিশাল অফিস   

৬ অক্টোবর, ২০১৬ ০০:০০কোটি টাকা আত্মসাতের অভিযোগে বরিশাল-ঢাকা নৌ রুটের লঞ্চ কীর্তনখোলা-২-এর মালিককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। তাঁর নাম মঞ্জুরুল আহসান ফেরদৌস।

গতকাল বুধবার নগরের নবগ্রাম রোডের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

দুদক বরিশাল কর্যালয়ের পরিচালক আকতার হোসেন জানান, মঞ্জুরুল আহসান ফেরদৌসের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মঞ্জুরুল আহসান অ্যান্ড কম্পানি’ সুনামগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের একটি সড়ক নির্মাণের কাজ করে। ওই সড়কের কাজ অসমাপ্ত রেখে এক কোটি দুই লাখ টাকার বিল উত্তোলন করে আত্মসাৎ করা হয়। এ ঘটনায় গত ১ অক্টোবর দুদক সিলেট কার্যালয়ের কর্মকর্তা সুভাষ চন্দ্র বাদী হয়ে ফেরদৌসসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


মন্তব্য