kalerkantho


প্রধানমন্ত্রীকে কটূক্তি

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে নড়াইলে মামলা

নড়াইল প্রতিনিধি   

৬ অক্টোবর, ২০১৬ ০০:০০পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারের বিরুদ্ধে গতকাল বুধবার নড়াইলের আদালতে মামলা হয়েছে। নড়াইলের সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল আজাদ মামলাটি আমলে নিয়ে জুডিশিয়াল তদন্তের নির্দেশ প্রদান করেন। এ ছাড়া আগামী ২৬ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। মামলার অভিযোগে বলা হয়, পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান প্রধানমন্ত্রী ও সচিবকে উদ্দেশ করে কটূক্তি করেছেন।

মামলার বিবরণে জানা যায়, গত ৭ আগস্ট পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জসীম সরকার ফেসবুকে প্রধানমন্ত্রী এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব প্রশান্ত কুমারের ছবি পোস্ট করেন। ছবির নিচে ‘একটি বাড়ি একটি খামার’ ও ‘পল্লী সঞ্চয় ব্যাংক’-এর সাফল্যে তাঁদের অবদানের কথা উল্লেখ করেন। পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার ওই পোস্ট দেখে জসীম সরকারকে টেলিফোন করেন। টেলিফোনে তিনি নিজের কৃতিত্বের কথা বলেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী ও সচিবকে নিয়ে কটূক্তি করেন।

মামলার বাদী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক এম সাব্বির হোসেন।


মন্তব্য