kalerkantho


বিচারপতি কৃষ্ণা দেবনাথের বাড়িতে প্রতিমা ভাঙচুর

ভাঙচুর হয়েছে গাইবান্ধায়ও

নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল ও গাইবান্ধা প্রতিনিধি   

৫ অক্টোবর, ২০১৬ ০০:০০কিশোরগঞ্জের বাজিতপুরে গতকাল মঙ্গলবার ভোরে বিচারপতি কৃষ্ণা দেবনাথের গ্রামের বাড়ির পূজামণ্ডপের লক্ষ্মী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের মঞ্জিল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এর আগে গত সোমবার রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মা ভবানীর দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে এ ঘটনায় নব্য জেএমবির দায় স্বীকারের কথা আছে।

শারদীয় দুর্গা পূজা শুরুর ঠিক তিন দিন আগে প্রতিমা ভাঙচুরের এ দুটি ঘটনা ঘটল।

বাজিতপুরে প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে গতকাল জেলা প্রশাসনের কর্তাব্যক্তি ও পূজা উদ্‌যাপন পরিষদের জেলার নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজল দেবনাথ বিচারপতি কৃষ্ণা দেবনাথের সহোদর। দেবনাথবাড়ীর লোকজন জানায়, সোমবার দিবাগত গভীর রাতে ওই বাড়ির পূজামণ্ডপের কাছে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে কে বা কারা জানতে চাওয়া হয়। এগিয়ে যেতেই লোকটি দৌড়ে চলে যায়। বৈদ্যুতিক বাতির আলোয় লোকটিকে তারা চিনতে পারে। এরপর সবাই যার যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। গতকাল সকালে জেগে দেখে, মণ্ডপের পুরনো লক্ষ্মী প্রতিমার মাথা আলাদা করা। গতকাল দুপুরে পুলিশ সন্দেহভাজন মঞ্জিল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী কুশটারী গ্রামে মা ভবানীর দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী এক গৃহবধূ জানান, তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। যাওয়ার সময় দুর্বৃত্তরা হুমকিসংবলিত একটি চিঠি মন্দিরের ভেতরে ফেলে রেখে যায়।


মন্তব্য