kalerkantho


১৫ অক্টোবরের মধ্যে নবম ওয়েজ বোর্ড দাবি বিএফইউজের

কালের কণ্ঠ ডেস্ক   

৫ অক্টোবর, ২০১৬ ০০:০০বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা আগামী ১৫ অক্টোবরের মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানিয়েছেন। তাঁরা বলেছেন, এ সময়ের মধ্যে তথ্য মন্ত্রণালয় নবম ওয়েজ বোর্ড ঘোষণা না করলে সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়াসহ গণমাধ্যমের সব শাখার সাংবাদিক, শ্রমিক ও কর্মচারীরা রাজপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় নেতারা ওই দাবি জানান। তাঁরা বলেন, প্রধানমন্ত্রীর একাধিকবারের নির্দেশনা সত্ত্বেও তথ্য মন্ত্রণালয় এখনো নবম ওয়েজ বোর্ড গঠন করেনি, যা সাংবাদিকসহ গণমাধ্যমের সব কর্মীর প্রতি তথ্য মন্ত্রণালয়ের চূড়ান্ত অবহেলা ও বিরূপ মনোভাব পোষণেরই বহিঃপ্রকাশ।

সাংবাদিক নেতারা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পেশার মানুষের জন্য নতুন পে স্কেল ঘোষণার পর দ্রব্যমূল্য অস্বাভাবিক বেড়েছে। এ অবস্থায় গণমাধ্যমের কর্মীদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।

কয়েকটি টেলিভিশন ও পত্রিকায় গণছাঁটাইয়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাদের পুনর্বহালের দাবি জানান তাঁরা।

সভায় বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল সভাপতিত্ব করেন। বিএফইউজে মহাসচিব ওমর ফারুক, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বিএফইউজের যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, তপন চক্রবর্তী প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। সূত্র : বাসস।


মন্তব্য