kalerkantho


চলে গেলেন লেখক রতনতনু ঘোষ

নিজস্ব প্রতিবেদক   

৫ অক্টোবর, ২০১৬ ০০:০০বিশিষ্ট লেখক ও মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক রতনতনু ঘোষ মারা গেছেন। গত সোমবার বিকেল সাড়ে ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর তেজগাঁও শমরিতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে গতকাল মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। প্রয়াতের শুভাকাঙ্ক্ষী ও বিশিষ্টজনদের শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দেওয়ার জন্য রতনতনু ঘোষের মরদেহ গতকাল বাংলা একাডেমিতে নিয়ে যাওয়া হলেও একাডেমি কর্তৃপক্ষ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেয়নি।

জানা যায়, সোমবার বিকেলে রতনতনু ঘোষ তিব্বত মোড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পথচারীরা তাঁকে তেজগাঁও এমএইচ শমরিতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা জানান, রতনতনু ঘোষ হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে লেখালেখি করেছেন। কবিতা, প্রবন্ধ, গল্প, উপন্যাস রচনার পাশাপাশি তিনি দৈনিকগুলোতে নিয়মিত কলাম লিখতেন।


মন্তব্য