kalerkantho


ফখরুল বললেন

সংগ্রামী মানুষদের নিঃশেষ করে দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক   

৫ অক্টোবর, ২০১৬ ০০:০০বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার একে একে নির্যাতন করে গণতন্ত্রকামী সংগ্রামী মানুষদের নিঃশেষ করে দিচ্ছে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক শোকসভায় তিনি এ কথা বলেন। দলের স্থায়ী কমিটির সদস্য সদ্য প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ স্মরণে বিএনপির উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়।

এতে সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আজ যারাই গণতন্ত্রের কথা বলছে, তাদের ওপর অত্যাচার-নির্যাতন নেমে আসছে। এই সরকারের যে নির্যাতন-নিপীড়ন, একে একে গণতন্ত্রের জন্য সংগ্রামী মানুষগুলোকে নিঃশেষ করে দিচ্ছে। তারই জ্বলন্ত প্রমাণ আ স ম হান্নান শাহর চলে যাওয়া।


মন্তব্য