kalerkantho


রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

কালের কণ্ঠ ডেস্ক   

৫ অক্টোবর, ২০১৬ ০০:০০রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে গতকাল মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে জানান, বৈঠককালে সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধান বিচারপতি। তিনি সারা দেশে বিচারকদের অফিস ও বাসস্থানের অপ্রতুলতার বিষয়টি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন এবং সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগে ডিজিটাইজেশন চালু করা হয়েছে। তা বিচার বিভাগের কার্যক্রমে গতি সঞ্চার করেছে। এ প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রধান বিচারপতি তাঁর সাম্প্রতিক রাশিয়া ও বেলারুশ সফর সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে ঝুলে থাকা মামলাগুলো নিষ্পত্তির জন্য প্রধান বিচাপতিকে পরামর্শ দেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।


মন্তব্য