kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০১৬। ১৯ অগ্রহায়ণ ১৪২৩। ২ রবিউল আউয়াল ১৪৩৮।


ফুলবাড়িয়ায় দোকান বরাদ্দ

আশানুরূপ সাড়া মেলেনি ডিএসসিসির বিজ্ঞপ্তিতে

নিজস্ব প্রতিবেদক   

৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটে দোকান বরাদ্দের বিজ্ঞপ্তিতে আশানুরূপ সাড়া মেলেনি। মাসখানেক আগে বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।

নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যার অর্ধেক আবেদনপত্র জমা পড়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, মার্কেটের মালিকানা নিয়ে মামলা এবং বড় অঙ্কের জামানতের শর্তের কারণে লোকজন উল্লেখযোগ্য হারে আবেদন করেনি।

প্রায় এক মাস আগে বেশ কয়েকটি জাতীয় দৈনিকে ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটের দুই, তিন ও চারতলায় দোকান বরাদ্দের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত রবিবার ছিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। ডিএসসিসির বিজ্ঞপ্তিতে ২৮২টি দোকানের জন্য আবেদনপত্র জমা দিতে বলা হয়েছিল। ১৫০টির মতো আবেদনপত্র জমা পড়েছে।

করপোরেশনের সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, যে দোকানগুলো বরাদ্দ দেওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছিল সেগুলো কিছু ব্যবসায়ীর দখলে রয়েছে। তাদের অনুকূলে বরাদ্দ রয়েছে বলেও দাবি করছে তারা। কথিত বরাদ্দ বাতিল বা দোকান খালি না করে আবেদনপত্র আহ্বান করা হয়। ফলে লোকজন সাড়া দেয়নি।


মন্তব্য