kalerkantho


চাঁদপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি   

৪ অক্টোবর, ২০১৬ ০০:০০চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের ডুবে যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার বাকিলা ইউনিয়নের বাখরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, গ্রামের খুদে ব্যবসায়ী আনিসুর রহমানের দেড় বছরের শিশু মোস্তাফিজ ও মরিয়ম উঠানে খেলা করছিল। কখন তারা পুকুরে নামে কেউ টের পায়নি। তাদের দেখতে না পেয়ে তাদের মা ফাহিমা খাতুনসহ পরিবারের সবাই খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধ্যার আগে পুকুরে তাদের লাশ ভাসতে দেখা যায়।

বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই শিশুর লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করা হয়েছে।মন্তব্য